জিজ্ঞাসা–৮০৬: বর্তমানে মসজিদে যে টাইলস লাগানো হয়। অনেক সময় নামাজী নিজের চেহারাও সেখানে দেখতে পায়। এতে নামাজের কোনো ক্ষতি হবে কি?–মাসরুর।
জবাব: এর কারণে যদি খুশু খুযু নষ্ট হয় তাহলে নামায মাকরুহ হবে। অন্যথায় কোনো ক্ষতি হবে না। যেমন নামাযরত অবস্থায় নিজের ছায়ার দিকে দৃষ্টি পড়লে নামাযের কোনো ক্ষতি হয় না। (আহসানুল ফাতাওয়া ৩/৪১৩)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
মাওলানা উমায়ের কোব্বাদী