জিজ্ঞাসা–১৮৩৭: তামাত্তু হজ পালনকারী সায়ী’ কখন করবে?–আব্দুল্লাহ।
জবাব: তামাত্তু হজের মধ্যে সায়ী’ করা ওয়াজিব। এর উত্তম সময় হল, তাওয়াফে জিয়ারতের পর। তবে যদি কোনো তামাত্তু হজ পালনকারী হজের ইহরাম বাঁধার পর নফল তাওয়াফ করে সায়ী’ করে নেয় তাহলে তার জন্য তাওয়াফে জিয়ারতের পর সায়ী’ করতে হয় না। (ফাতাওয়া হিন্দিয়া ১/২১৯)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী