জিজ্ঞাসা–১৩৬৮: আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, তারাবি নামাজের সঠিক নিয়মটা জানতে চাচ্ছি। কিভাবে কোন সূরা দিয়ে মিলিয়ে পড়বো? সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা পড়লে হবে নাকি একটা নির্দিষ্ট নিয়ম আছে?–হুমায়রা।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
প্রিয় বোন, মূলতঃ তারাবিহ নামাজ আদায় করার আলাদা কোনো নিয়ম নেই। স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে অজু করে দুই রাকাত করে মোট বিশ রাকাত পড়বেন। চার রাকাত করেও আদায় করা যায়, দুই রাকাত করেও করা যায়। তবে রাতের নামাযে দুই রাকাত করে নিয়ত করা উত্তম। কেননা আব্দুল্লাহ ইবনে উমার রাযি. থেকে বর্ণিত হাদীসে এসেছে, নবী ﷺ বলেছেন, صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى রাতের নামায দু’ দু’ রাকাত করে। (সহীহুল বুখারী: ৪৭২, ৯৯৩,১১৩৭, মুসলিম ৭৪৯)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী