তারাবীর ওয়াক্ত কখন শুরু হয় এবং কখন শেষ হয়?

জিজ্ঞাসা–১৭৯৩: আমি মসজিদে ইমামের সঙ্গে ১২ রাকাত তারাবী পড়েছি। এর বাস্য এসে ঘুমিয়ে পড়ি। ভোর রাতে তাহাজ্জুদের সঙ্গে বাকি আট রাকাত পড়ে নিয়েছি। আমার তারাবী আদায় হয়েছে কি?–রাসিদুল হক।

জবাব: ইশার নামাজের পর থেকে ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত তথা সাহরির শেষ সময় পর্যন্ত তারাবিহ নামাজে আদায় করা যায়। (ড. ওয়াহবা আজ-জুহাইলি, আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, খ. ০১, পৃ. ৬৬৯)

সুতরাং কয়েক রাকাআত রয়ে গেলে তাহাজ্জুদের সময় এটি আদায় করা যাবে।

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী