জিজ্ঞাসা–১১৩৩: আমার স্ত্রী ও কন্যার তিন ভরি তিন আনা স্বর্ণ আছে। এখন আমার প্রশ্ন হলো তাহলে কি যাকাত দিতে হবে?–মমিনুল।
জবাব: যদি কোনো ব্যক্তির নিকট শুধু স্বর্ণ থাকে এবং যাকাতযোগ্য অন্য কোন সম্পদ থাকে, তাহলে যদি স্বর্ণের নেসাব পূর্ণ না হয়, তথা সাড়ে সাত ভরি স্বর্ণ না থাকে, তাহলে তার উপর যাকাত আবশ্যক হবে না। যদি নেসাব পূর্ণ হয় তাহলে যাকাত আবশ্যক হবে।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী