মৃত ব্যক্তির কাফফারার টাকা কি মসজিদে দান করা যাবে?

জিজ্ঞাসা–২৮২: মৃত ব্যক্তির কাফফারার টাকা কি মসজিদে ব্যবহার করার অনুমতি আছে?— jahid hassan

জবাব: কাফফারা বা ফিদয়া ওয়াজিব-সদকার অন্তর্ভুক্ত। আর ওয়াজিব-সদকা আদায়ের খাতসমূহের মধ্যে মসজিদ নেই। বরং এজাতীয় সদকা আদায়ের ক্ষেত্রে ফকীর-মিসকীনকে মালিক বানিয়ে দিতে হয়। সুতরাং কাফফারা বা ফিদয়ার টাকা মসজিদে ব্যবহার করার অনুমতি নেই।

তবে মৃত ব্যক্তি যদি কাযা নামায ও রোজার ফিদয়া আদায়ের অসিয়ত করে না যায়; বরং ওয়ারিসদের পক্ষ থেকে স্বেচ্ছায় আদায় করা হয়, তাহলে ওই টাকা মসজিদের কাজেও ব্যবহার করা যাবে। কারণ এক্ষেত্রে টাকাগুলো ওয়াজিব-সদকা নয়; বরং নফল-সদকা হিসাবে গণ্য হবে। আর নফল-সদকা মসজিদে দান করা যায়। (হিদায়া ১/২২২ খুলাসাতুল ফাতাওয়া ১/২৬৬ খানিয়া ১/২০৩ তাবয়ীনুল হাকায়েক ১/৩৩৫ আলবাহরুর রায়েক ২/২৮৪ রদ্দুল মুহতার ২/৭২,৪২৫ ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৫; কিফায়াতুল মুফতী ৬/৩৮৯)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − three =