থুথু ভেতরে চলে গেলে রোজার কোনো ক্ষতি হয় কি?

জিজ্ঞাসা–৯৮২: আসসালামু আলাইকুম। রোজা থাকাকালীন অযুতে কুলি করার পানি ফেলে দিলে কিছুক্ষণ পর মুখে থুতু আসে। সেটা মুখে প্রবেশ করলে কি রোজা ভেংগে যাবে?–Mohammad Arin

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

নিজ মুখের থুথু জমা না করে গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না। (আদদুররুল মুখতার ৩/৩৬৭)।

ইমাম বুখারী রহ. বলেন,

وَقَالَ عَطَاءٌ وَقَتَادَةُ يَبْتَلِعُ رِيقَهُ

আতা রহ. ও কাতাদা রহ. বলেন, রোজাদার তার মুখের থুথু গিলে ফেলতে পারে। (বুখারী পরিচ্ছদঃ ১২১০)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + three =