জিজ্ঞাসা–১৬৫৮: দরূদে হাজারী কেন পড়া হয়? এর ফজিলত কী?–রাইহানা খাতুন।
জবাব: এই দরূদ কোনো সহীহ হাদীসে বর্ণিত হয় নি এবং তা কোনো আল্লাহওয়ালা বুযুর্গেরও রচিত দরূদ নয়। এতে না আছে দরূদের নূর, না আছে সাহিত্যের মাধুর্য। বরং এর ভাষায় রয়েছে অসৌজন্যতা। তাই এই দরূদ পাঠ থেকে বিরত থাকা জরুরি। আর এটিকে কুরআন-হাদীসের মাছুর দরূদ মনে করা সম্পূর্ণ নাজায়েয। (মাসিক আলকাউসার, জানুয়ারী ২০১২)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন