জিজ্ঞাসা–৮৮৩: দাঁত ব্রাশ করার পরও ছোট খাদ্যকণা জমে থাকে। এক্ষেত্রে কী করণীয়? আর দাঁত গর্ত হওয়ায় ভিতরে ছোট খাবার কণা থাকে এখন কি করবো?–rana
জবাব: আপনি উক্ত খাদ্যকণা গিলে ফেলতে পারেন কিংবা থথুর মত ফেলেও দিতে পারেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
وَمَنْ أَكَلَ فَمَا تَخَلَّلَ فَلْيَلْفِظْ وَمَا لاَكَ بِلِسَانِهِ فَلْيَبْتَلِعْ مَنْ فَعَلَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ لاَ فَلاَ حَرَجَ
খাদ্য গ্রহণের পর যে ব্যাক্তি খিলাল দ্বারা দাঁত হতে খাদ্যকণা বের করে; সে যেন তা ফেলে দেয় এবং জিহবার স্পর্শে যা বের হয়, তা যেন খেয়ে ফেলে। যে ব্যক্তি এরূপ করে সে উত্তম কাজ করে এবং যে এরূপ করে না তাতে কোন ক্ষতি নেই। (আবু দাউদ ৩৫)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন