দুই দিকে সালাম ফিরানোর পর সাহু সিজদার কথা স্মরণ হয়

জিজ্ঞাসা–১১৮২: সিজদা সাহু ওয়াজিব অবস্থায় ভুলবশত দুই দিকে সালাম ফিরানোর পরে সিজদা সাহুর কথা স্মরণ হয় সেইক্ষেত্রে করণীয় কী? দয়া করে দিয়ে বাধিত করবেন। — Mohammad Tafsir Ahmed

জবাব: নিয়ম হল, তাশাহহুদ পড়ার পর একদিকে সালাম ফিরিয়ে তারপর সিজদা সাহু দেয়া। তবে দুই দিকে সালাম ফিরিয়ে তারপর সাহু সিজদা দেয়ার সুযোগও আছে। হানাফি মাযহাবে একদিকে সালাম ফিরিয়ে তারপর সিজদা সাহু দেয়ার বিধান মূলত পরস্পর বিরোধী হাদীসকে একত্রিত করার স্বার্থেই দেয়া হয়েছে। কেননা, কোনো হাদীসে সালামের পূর্বে এবং কোনো হাদীসে সালামের পর সিজদা সাহু দেয়ার কথা এসেছে। এই উভয় প্রকার হাদীসের মধ্যে সামঞ্জস্যতা সৃষ্টি করার উদ্দেশ্যেই এমন বিধান দেয়া হয়েছে। (কিতাবুন-নাওয়াযিল-৩/৬০৫)

সুতরাং যদি দুই দিকে সালাম ফিরানোর পরে সিজদা সাহুর কথা স্মরণ হয় এবং এর মাঝে নামাজ পরিপন্থী কোন কাজ না করে থাকে তাহলে সঙ্গে সঙ্গে সিজদা সাহু দিয়ে নিবে।

হাদিস শরিফে এসেছে,

عن علقمة: أن عبد الله سجد سجدتي السهو بعد السلام، وذكر أن النبي ﷺ فعله

আলকামা থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. সাহু সিজদা সালামের পরে করেছেন এবং উল্লেখ করেছেন, নবী ﷺ এরূপ করেছেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৪৪৭৫)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + nineteen =