জিজ্ঞাসা–৭৬৩: আসসালামু আলাইকুম । জানাব, আমার প্রশ্ন, যেমনি ভাবে বিবাহের দ্বারা নিজের শ্বাশুড়ি হারাম হয়ে যায়, অনুরূপভাবে দুধ শ্বাশুড়ি হারাম হবে কিনা…? দলীল সহ জানাবেন।–Naymul islam.
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
الرَّضَاعَةُ تُحَرِّمُ مَا تُحَرِّمُ الْوِلَادَةُ
জন্ম সূত্রের কারণে যাদের সাথে বিবাহ হারাম, দুধের সম্পর্কের কারণেও তাদের সাথে বিবাহ হারাম। (মুসলিম ১৪৪৪)
সুতরাং যেমনিভাবে বিবাহ দ্বারা নিজের শাশুড়ি মাহরাম সাব্যস্ত হয়, অনুরূপভাবে স্ত্রী যে মহিলার দুধ পান করেছে, তিনিও মাহরাম সাব্যস্ত হবেন।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী