জিজ্ঞাসা–১০৪০: লিখকের অনুমতি ছাড়া দ্বীনি কিতাব পিডিএফ করে বিতরণ করা জায়েয আছে কি?– mashrurul
জবাব: যদি ইন্টারনেট থেকে কোনো প্রকার পাইরেসি ছাড়া ফ্রী ডাউনলোড করে বিতরণ করা হয় তাহলে এ বিষয়ে ড. সালিহ আল মুনাজ্জিদ বলেন,
لا حرج في الاستفادة من الكتب المجانية الموجودة على الإنترنت ، بقراءتها أو حفظها أو طباعة ما تحتاجين منها ؛ لأنها لم توضع على الشبكة إلا لذلك
ইন্টারনেটে যে সকল ফ্রী বই পাওয়া যায় সেগুলো পড়া, সংরক্ষণ করা অথবা প্রয়োজন অনুপাতে ছাপার মাধ্যমে উপকৃত হওয়া নিষেধ নয়। কেননা, এগলো ইন্টারনেটে এই উদ্দেশ্যেই রাখা হয়। (https://islamqa.info/ar/answers/116782)
আর যদি হার্ড কপি থেকে পিডিএফ করে বিতরণ করা হয় তাহলে এ বিষয়ে আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটিকে জিজ্ঞাসা করা হয়েছিল, উত্তরে তাঁরা বলেছেন,
لا مانع من تسجيل الأشرطة النافعة وبيعها ، وتصوير الكتب وبيعها ؛ لما في ذلك من الإعانة على نشر العلم إلا إذا كان أصحابها يمنعون من ذلك ، فلا بد من إذنهم
উপকারী ক্যাসেট কপি করা ও বিক্রি করা এবং কিতাবসমূহ ফটোকপি করা ও বিক্রি করা নিষেধ নয়। কেননা এতে রয়েছে ইলম প্রচারে সহযোগিতা। তবে এর মালিকগণ যদি নিষেধ করেন তাহলে তাদের অনুমতি নেয়া আবশ্যক। (ফাতাওয়া আললাজনাতুদ দায়িমা ১৩/১৮৭)
তবে আমার মনে হয়, লেখক, প্রকাশক ও মালিক যদি এ বিষয়ের সন্তুষ্ট না থাকেন তাহলে এ পিডিএফ থেকে উপকৃত না হওয়া তাকওয়ার দাবী। শরীয়তের ওপর যথাযথ আমল করতে চাইলে এরূপ না করাই ভালো।
শায়েখ উমায়ের কোব্বাদী