নওমুসলিম কতদিন পর্যন্ত নিজেকে ‘নওমুসলিম’ হিসেবে পরিচয় দিতে পারবে?

জিজ্ঞাসা–৪৯৭: একজন প্রসিদ্ধ বক্তা নিজেকে ‘নওমুসলিম’ হিসেবে পরিচয় দেয়। অথচ তিনি মুসলিম হয়েছেন ২০/২৫ বছর আগে। আমার প্রশ্ন হল, একজন নওমুসলিম নিজেকে কতদিন পর্যন্ত  নওমুসলিম হিসেবে পরিচয় দিতে পারবে? এ ব্যপারে ইসলাম কী বলে?–আবুল হাসানাত আরিফ।

জবাব:  নওমুসলিম বলতে বুঝায়, যে ব্যক্তি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নি; বরং পরবর্তীতে নিজ থেকে ইসলাম গ্রহণ করেছে। এই অর্থে সে সারা জীবন নিজকে ‘নওমুসলিম’ হিসেবে পরিচয় দিতে পারবে। এটা দোষের কিছু নয়। (ফাতাওয়া মাহমুদিয়া ১/১৮৮)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 15 =