জিজ্ঞাসা–১৮৫৭: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম কেউ শরিকে কুরবানী দিয়েছেন? আমরা জানি গরু মহিষ সাতজন পর্যন্ত শরিক হয়ে কুরবানী দিতে পারে। জানার বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম থেকে শরিকে কুরবানীর দেওয়ার নমুনা পাওয়া যাবে কি ? দলিলসহ জানাবেন।–নবীনগর থেকে।
জবাব: অংশীদারিতে কুরবানী দেয়ার নমুনা নবীজি ﷺ ও সাহাবা-যুগেও ছিল। নিম্নে হাদিস পেশ করা হল,
জাবির ইবনে আবদুল্লাহ রাযি. বলেন,
نَحَرْنَا مع رَسولِ اللهِ ﷺ عَامَ الحُدَيْبِيَةِ البَدَنَةَ عن سَبْعَةٍ، وَالْبَقَرَةَ عن سَبْعَةٍ
হুদাইবিয়ার বছর আমরা রসূলুল্লাহ ﷺ-এর সাথে প্রতি সাতজনের পক্ষ থেকে একটি উট এবং প্রতি সাতজনের পক্ষ থেকে একটি গরু কুরবানী করেছি। (সহিহ মুসলিম ১৩১৮)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী