নাপাক আন্ডারওয়ার পকেটে রেখে নামায আদায় করার হুকুম

জিজ্ঞাসা–৫৯০: আসসালামু আলাইকুম। হুযুর অনেক সময় নাপাক under-wear অজুর সময় খুলে জায়গা না পেলে অথবা ভুল বশত পকেটে রেখে নামায পরে নিলে নামাযের কি কোন অসুবিধা হয়?–আহমাদ বিন হোসেইন।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

নামায সহিহ হওয়ার জন্য শরীর, স্থান ও পোশাক সম্পূর্ণ পাক হওয়া জরুরি। কেননা, আল্লাহ তাআলা বলেন,وَثِيَابَكَ فَطَهِّرْ আপন পোশাক পবিত্র করুন। (সূরা মুদ্দাসসির ৪)

ইবন আব্দুল বার রহ. বলেন,

 الِاحْتِيَاطَ لِلصَّلَاةِ وَاجِبٌ ، وَلَيْسَ الْمَرْءُ عَلَى يَقِينٍ مِنْ أَدَائِهَا إِلَّا فِي ثَوْبٍ طَاهِرٍ ، وَبَدَنٍ طَاهِرٍ مِنَ النَّجَاسَةِ ، وَمَوْضِعٍ طَاهِرٍ عَلَى حُدُودِهَا ، فَلْيَنْظُرِ الْمُؤْمِنُ لِنَفْسِهِ وَيَجْتَهِدْ

নামাযের ক্ষেত্রে সতর্কতা ওয়াজিব। নাপাকি থেকে পবিত্র পোশাকে, পবিবত্র দেহে এবং পবিত্র স্থানে নামায আদায় না করলে নামায আদায় হওয়ার নিশ্চয়তা নেই। সুতরাং মুমিন ব্যক্তি এব্যাপারে পরিপূর্ণ সতর্ক থাকার চেষ্টা করবে। ( আত-তামহীদ ২২/২৪১)

সুতরাং নাপাক আন্ডারওয়ার পকেটে রেখে নামাজ আদায় করা জায়েয হবে না। আল-বাহ্রুরায়েক (১/৩৬৭)-এ এসেছে,

وَلَوْ صَلَّى وَفِي كُمِّهِ قَارُورَةٌ مَضْمُومَةٌ فِيهَا بَوْلٌ لَمْ تَجُزْ صَلَاتُهُ

কোনো ব্যক্তি যদি পেশাবের শিশি জামার আস্তিনে রেখে নামায পড়ে তার নামায জায়েয হবে না।

والله اعلم بالصواب

আরো পড়ুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =