জিজ্ঞাসা–১৫৮৪: নামাজের প্রথম দুই রাকাতে ভুলে একই সূরা পড়ে ফেলেছি; এখন কী করণীয়?–Saiful islam ove
জবাব: ইচ্ছাকৃত নামাজের উভয় রাকাতে একই সূরা পাঠ করা অনুত্তম হলেও এতে নামাজের কোনো ক্ষতি হয় না। সুতরাং আপনার কিছু করতে হবে না।
কেননা, রাসূলুল্লাহ ﷺ সাধারণত এমনটি করতেন না। তবে একবারের ঘটনা হাদীস শরীফে এভাবে এসেছে,
عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ الْجُهَنِيِّ، أَنَّ رَجُلاً، مِنْ جُهَيْنَةَ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقْرَأُ فِي الصُّبْحِ { إِذَا زُلْزِلَتِ الأَرْضُ } فِي الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا فَلاَ أَدْرِي أَنَسِيَ رَسُولُ اللَّهِ ﷺ أَمْ قَرَأَ ذَلِكَ عَمْدًا
মুআ’য ইবনু আবব্দুল্লাহ আল-জুহানী রা. হতে বর্ণিত। তিনি বলেন, জুহায়না গোত্রের এক ব্যক্তি তাকে জানান যে, তিনি নাবী ﷺ-কে ফজরের নামাযের উভয় রাকাতে সূরা ‘ইযা যুলযিলাতিল আরধ’ পড়তে শুনেছেন। তিনি আরো বলেন, আমি জানি না রাসূলুল্লাহ ﷺ ভুলবশত এরূপ করেছিলেন না ইচ্ছাকৃতভাবে তা পড়েছিলেন। (আবুদাঊদ হা/৮১৬)
শায়েখ উমায়ের কোব্বাদী