জিজ্ঞাসা–৪৮৪: নামাযে দ্বিতীয় সুরার শুরুর আগে কি বিসমিল্লাহ পড়া বাধ্যতামুলক?- Mohammad Tafsir Ahmed
জবাব: প্রতি রাকাতে সূরা ফাতিহা ও অন্য ছোট তিন আয়াত বা যেকোনো সূরা পাঠের আগে চুপিচুপি বিসমিল্লাহ পাঠ ইমাম মুহাম্মাদ রহ. এর মতে সুন্নাত। এটা ইমাম ও একা নামাযি ব্যক্তির জন্য সুন্নাত।(আল-মাউসুআ আল-ফিকহিয়্যা ৮/৮৭)
ফাতাওয়া আল্ লাজনাহ আদ্দাইমাহ (৬/৩৭৮)-তে এসেছে,
دلَّت السنَّة الثابتة أنه ﷺ يقرأ البسملة في الصلاة قبل الفاتحة وقبل غيرها من السوَر ، ما عدا سورة التوبة
রাসুলুল্লাহ ﷺ নামাযে সূরা ফাতিহার আগে এবং সূরা তাওবা ছাড়া অন্যান্য সুরার আগে বিসমিল্লাহ পড়তেন; এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত।
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী