জিজ্ঞাসা–৭০২: আমি মসজিদে জামাতের সঙ্গে নামায আদায়ের উদ্দেশ্যে দাঁড়াই। এমন সময় এক ব্যক্তি আমার পাশে এসে দাঁড়ায় এবং আমাকে বলে, একটু পিছিয়ে দাঁড়ান, কাতার সোজা হয় নাই। আমি লক্ষ্য করে দেখলাম, আসলে কাতার সোজা হয় নাই। এজন্য আমি তার কথা মত একটু পিছনে সরে দাঁড়িয়েছি। এতে আমার নামাজের কোনো ক্ষতি হয়েছে কিনা?–আনিসুজ্জামান।
জবাব: প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নামাযের কোনো ক্ষতি হয় নি। কেননা, কাতার সোজা কিংবা পূর্ণ করার প্রয়োজনে নামাযের মধ্যে দু’ এক কদম চলার অবকাশ আছে। তবে এক্ষেত্রে শর্ত হল, কিবলা থেকে সীনা ঘুরে না যাওয়া। (খুলাসাতুল ফাতাওয়া ১/১৩১)
আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযি. থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেন,
صَلَّيْتُ مَعَ النَّبِيِّ ﷺ ذَاتَ لَيْلَةٍ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ ﷺ بِرَأْسِي مِنْ وَرَائِي، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى
একরাতে আমি নবী ﷺ–এর সঙ্গে নামায আদায় করতে গিয়ে তাঁর বামপাশে দাঁড়ালাম। তিনি আমার মাথার পেছনের দিক ধরে তাঁর ডানপাশে নিয়ে এলেন। তারপর নামায আদায় করলেন….। (বুখারী ৬৯০)
মাওলানা উমায়ের কোব্বাদী