নামাযের বৈঠকে হাত হাঁটুর উপর কীভাবে রাখবেন?

জিজ্ঞাসা–৪৮৩: আসসালামু আ’লাইকুম। নামাযের শেষ বৈঠকে হাঁটুর উপরে ডান হাতের আঙ্গুল কিভাবে রাখব?– Mohammad Tafsir Ahmed

জবাব: وعليكم السلام ورحمة الله

নামাযের উভয় বৈঠকে দুই হাত দুই উরুর উপর কীভাবে রাখবে এ ব্যাপারে একাধিক হাদীস রয়েছে। যেমন, আবদুল্লাহ ইবনে ওমর রাযি. বলেন,  كان رسول الله ﷺ إذا قعد يدعو وضع يده اليمنى على فخذه اليمنى ويده اليسرى على فخذه اليسرى আল্লাহর রাসূল ﷺ যখন তাশাহহুদের জন্য বসতেন তখন ডান হাত ডান উরুর উপর এবং বাম হাত বাম উরুর উপর রাখতেন… । (সহীহ মুসলিম  ৫৭৯)

আবদুল্লাহ ইবনে ওমর রাযি. থেকে আরেক বর্ণনায় এসেছে,  أن رسول الله ﷺ كان إذا قعد في التشهد وضع يده اليسرى على ركبته اليسرى ووضع يده اليمنى على ركبته اليمنى রাসূলুল্লাহ যখন তাশাহহুদের জন্য বসতেন তখন বাম হাত বাম হাঁটুর উপর এবং ডান হাত ডান হাঁটুর উপর রাখতেন। (সহীহ মুসলিম ৫৮০ )

উভয় হাদীসের উপর যেন আমল হয়ে যায় এজন্য উপরোক্ত হাদীসের আলোকে ফিকহবিদগণ বলেছেন যে, উভয় হাত এমনভাবে উরুর উপর রাখবে যেন হাতের আঙ্গুলগুলো হাঁটুর নিকটবর্তী থাকে। (ইলাউস সুনান ৩/১০৯)

আর তাশাহ্হুদে ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করা সম্পর্কে জানতে হলে পড়ুন- জিজ্ঞাসা নং–৩৫০

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 13 =