নার্সিং পেশায় চাকরি করা নারীর জন্য জায়েয কিনা?

জিজ্ঞাসা–১৭৪৫: নারীদের জন্য নার্সিং পেশা ইসলামে জায়েজ কি?–সুমাইয়া আফরোজ।

জবাব: কর্মক্ষেত্রে পর্দার পরিপূর্ণ পরিবেশ থাকলে জায়েয, অন্যথায় জায়েয নয়। আর চেহারা ও হাত পর্দার অন্তর্ভুক্ত।

ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা (আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটি)-কে জিজ্ঞাসা করা হয়েছিল যে,

قد تجد الطبيبة حرجا وصعوبات في تغطية وجهها عن غير المحارم أثناء عملها، فهل هذا يعتبر من الضرورة لكشفه‏؟‏

মহিলা ডাক্তার তার কর্মস্থলে ডিউটি করার সময় পরপুরুষের সামনে চেহারা ঢেকে রাখতে সমস্যা ও কষ্ট হয়। সুতরাং চেহারা খোলা রাখার জন্য এটাকে জরুরত হিসেবে গণ্য করা যাবে কিনা?

তাঁরা উত্তর দিয়েছেন,

‏ يحرم على المرأة كشف وجهها لغير محارمها، وليس هناك ضرورة لكشف الوجه في العمل

নারীর জন্য পরপুরুষের সামনে চেহারা খোলা রাখা হারাম। আর ডিউটি করার সময় প্রশ্নোক্ত ক্ষেত্রে চেহারা খুলে রাখার জরুরত বিদ্যমান নেই। (ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা ১৭/২৭৭)

والله اعلم بالصواب