নিজের ওয়াজিব কুরবানি আদায় না করে বাবার পক্ষ থেকে কুরবানি দেয়া

জিজ্ঞাসা–১৪১৩: আসসালমু আলাইকুম, হুজুর, আমার প্রশ্ন কোরবানি প্রসঙ্গে, আমি যৌথ পরিবারে বসবাস করি। আমার বাবা একজন বৃদ্ধ উপার্জন অক্ষম,আমি একজন চাকরিজীবী। আমার উপার্জিত অর্থ দিয়ে আমার বাবার নামে এক অংশ কোরবানি দেওয়া হয়। এখন আমার প্রশ্ন হল, আমার নামে কোরবানির পশুতে কোনো অংশ না দেওয়ায় আমার কি কোনো গুণাহ হবে?–নাম প্রকাশে অনিচ্ছুক।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

প্রিয় প্রশ্নকারী দীনী ভাই, প্রশ্নের বিবরণ থেকে বোঝা যাচ্ছে, কুরবানি আপনার ওপর ওয়াজিব; আপনার বাবার ওপর নয়। আর শরিয়তের বিধান হল, আগে নিজের ওয়াজিব কুরবানি আদায় করতে হয়। তারপর সুযোগ থাকলে অন্যের পক্ষ থেকে নফল কুরবানি দেয়া যায়। সুতরাং কুরবানি আপনার বাবার পক্ষ থেকে দেয়ায় আপনার কুরবানি আদায় হয় নি। এখন আপনার উচিত অতীতের প্রতিটি কুরবানির বিনিময়ে একটি বকরীর সমমূল্য গরীবদের মাঝে দান করে দেয়া। (মাজমাউল আনহুর ০২/৫১৬)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 9 =