জিজ্ঞাসা–১০৯৫: ছেলেদের ব্রেসলেট পরা কি জায়েজ? স্বর্ণের ব্রেসলেট না। সাধারণ স্টীল, লোহা, রুপার ব্রেসলেট পরা কি জায়েজ?–মাহমুদুল হোসাইন।
জবাব: পরা নারী-পুরুষ সবার জন্য বৈধ। আর ব্রেসলেট যেহেতু মহিলাদের পরিধেয় বস্তু, তাই তা পুরুষদের জন্য পরা বৈধ নয়। (বুখারি ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত ১১/৫০৫)
ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
لَعَنَ رَسُولُ اللَّهِ ﷺ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ
রাসূলুল্লাহ ﷺ নারীর বেশ ধারণকারী পুরুষদেরকে এবং পুরুষের বেশ ধারণকারী মহিলাদেরকে অভিশাপ করেছেন। (বুখারী ৫৮৮৫)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- কোট ও টাই পরার বিধান
- ছেলেরা কি হাতে মেহেদি দিতে পারবে?
- খোঁচা খোঁচা দাঁড়ি রাখলে সুন্নাত আদায় হয় কি?
- ফেক আইল্যাস বা কৃত্রিম পাপড়ি লাগানো
- জিন্স প্যান্ট পরা কি হারাম?
- স্বামী চাইলে ভ্রূ প্লাক করা যাবে কিনা?
- নারীর রূপচর্চা : বৈধতা ও অবৈধতার সীমারেখা
- চাকুরির জন্য টাখনুর নীচে পোশাক পরিধানের শর্ত দিলে করণীয় কী?
- অ্যালকোহল-মিশ্রিত পারফিউম ব্যবহার করা কি জায়েয?
- মেয়েরা নাইটি ড্রেস পরিধান করতে পারবে কি?