জিজ্ঞাসা–১৩৯৩: আসসালামুআলাইকুম। শায়েখ, আশা করি ভালো আছেন? আমার প্রশ্ন হলো, পেশাব পায়খানা থেকে পবিত্র হতে যে পানি ব্যবহার করা হয়, তার কিছু অংশ যদি কাপড়ে লাগে তাহলে কাপড়টি নাপাক হবে কিনা?আর যদি হয় তাহলে পরিষ্কারের বিধান কী?–তানভীর আহমদ।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
ওই পানিতে বাহ্যিক নাপাকি দেখা না গেলে তা নাপাক হবে না। কেননা, এক বর্ণনায় এসছে,
বিখ্যাত তাবেয়ী ইমাম যুহরী রহ.কে জনৈক ব্যক্তির (গোসলের হুকুম) সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যার গোসল করার সময় গা বেয়ে পানির ছিটা পাত্রে পড়েছিল। উত্তরে তিনি বলেছিলেন, এতে ক্ষতির কিছু নেই। (মুসান্নাফ আবদুর রাযযাক ১/৯২)
পক্ষান্তরে উক্ত পানিতে যদি বাহ্যিক নাপাকি দেখা যায় তাহলেও কাপড়টিও নাপাক হয়ে যাবে। তখন যতটুকুতে নাপাকি লেগেছে ততটুকু ধুয়ে পাক করে নিতে হবে। এর জন্য পুরা কাপড় ধোয়ার প্রয়োজন নেই।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী