পেয়াজের গন্ধ সঙ্গে নিয়ে নামায আদায় করা যাবে কি?

জিজ্ঞাসা–৩২৭: মাথা ঠাণ্ডা রাখার জন্য পেয়াজ বেটে মাথায় দেই । পেয়াজ এর কিছু ঘ্রাণ মাথায় থেকে। এখন এই ঘ্রাণ নিয়ে নামাজ আদায় করা যাবে কি?–Parvin Akter

জবাব: নবীজী বলেছেন,

مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّومَ وَالْكُرَّاثَ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا، فَإِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ

যে ব্যক্তি পেঁয়াজ, রসুন এবং পেঁয়াজের মতো গন্ধ হয় এমন কোনো সবজী খাবে, সে যেন আমাদের মসজিদের ধারে কাছেও না আসে, কেননা; মানুষ যে খারাপ গন্ধ দ্বারা কষ্ট পায়, ফিরিস্তারাও তদ্রূপ কষ্ট পায়। (সহীহ মুসলিম ১/৩৯৫)

উক্ত হাদীসে পেঁয়াজ-রসুন খেয়ে মসজিদে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। ‘কারণ’ হিসাবে বলা হয়েছে, এর গন্ধ দ্বারা মানুষ কষ্ট পায়, ফিরিস্তারাও তদ্রূপ কষ্ট পায়। সুতরাং আপনার কর্তব্য হল, মাথা ভালভাবে ধুয়ে নিবেন। এরপরেও যদি কিছু দুর্গন্ধ থেকে যায়, এতে নামাযের কোনো ক্ষতি হবে না। কেননা, আল্লাহ তাআলা বলেন,لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না (সূরা বাকারা: ২৮৬)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 17 =