প্রভিডেন্ট ফান্ডের টাকার যাকাত দিতে হয় কি?

জিজ্ঞাসা–১০১৭: প্রভিডেন্ট ফান্ডের টাকা আমাদের কাছে থাকে না আর আমাদের চাকরি থাকা অবস্থায় এর থেকে টাকা ¨তুলতেও পারি না। তাহলে, provident fund এর উপর যাকাত দিতে হবে কিনা? আর যদি ১০ বছর পরে পায়, তাহলেও কি বিগত বছরের কোন যাকাত আদায় করতে হবে?–Md. Abdul Kadir

জবাব: প্রভিডেন্ট ফান্ডে কর্তনকৃত টাকা দু’ ধরণের হয়।

১. ঐচ্ছিক কর্তনকৃত।

২.বাধ্যতামূলকভাবে কর্তনকৃত।

যদি ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডের কর্তনকৃত টাকা হয় তাহলে হিসাব করে যাকাত দিতে হবে। আর যদি বাধ্যতামূলকভাবে কর্তনকৃত প্রভিডেন্ট ফান্ডের টাকা হয়  তাহলে হস্তগত হওয়ার পূর্বে যাকাত নেই। (ফাতাওয়ায়ে উসমানী ২/৫০)

والله أعلم بالصواب

উত্তর দিয়েছেন

শায়েখ উমায়ের কোব্বাদী

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eighteen =