জিজ্ঞাসা–১৭৪: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হল্ চার রাকাত ফরয নামাযে শেষের দুই রাকাতের এক রাকাতে যদি আমি সূরা ফাতিহার সাথে সুরা মিলিয়ে ফেলি তাহলে কি সাহু সিজদা দিবো কি না ?–মুহাম্মাদ আল-আমীন।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
ফরয নামাযে তৃতীয়-চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো হয় না, কিন্তু কেউ যদি ভুলবশতঃ অন্য সূরা মিলিয়ে ফেলে বা অন্য সূরা মিলানোর উদ্দেশ্য বিসমিল্লাহ পড়ে তাহলে এতে সাহু সেজদা ওয়াজিব হয় না। (আলমগীরী ১/১২৬, আপ কে মাসায়েল ৪/৫৯)
والله اعلم بالصواب