জিজ্ঞাসা–১৭৬৮: শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে, বাচ্চা মারা গেলে স্ত্রীর দুধ ফেলে দিলে কোন অসুবিধা হবে কি? এবং বাচ্চা মারা গেলে স্ত্রীর দুধ স্বামী খেতে পারবে কী? দয়া করে বিস্তারিত দলিলসহ জানাবেন। উপকৃত হবো।–তানিয়া।
জবাব: প্রায় সকল আলেম এ ব্যাপারে একমত যে, স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য হারাম। (জাওয়াহিরুল ফিকহ ৭/৪৬)। কেননা, স্ত্রীর দুধ তার সন্তানের জন্য নির্ধারিত। আল্লাহ তাআলা বলেন,
وَالْوَالِدٰتُ یُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَیْنِ كَامِلَیْنِ
মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দু বছর দুধ পান করাবে। (সূরা বাকারা ২৩৩)
সুতরাং কোনো অবস্থাতেই স্ত্রীর দুধ স্বামী পান করতে পারবে না। আর দুধ না ফেললে যদি শারীরিক সমস্যা যেমন, স্তনে ব্যথা ইত্যাদি হয়, তাহলে দুধ ফেলে দিলে কোনো অসুবিধা নেই।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী