বাবা মাকে না জানিয়ে কাজি অফিস গিয়ে বিয়ে করা যাবে কি?

জিজ্ঞাসা–৫৯৫: প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে, মা-বাবাকে না জানিয়ে কাজি অফিস গিয়ে বিয়ে করে, তাহলে কি সে বিয়ে ধর্মীয়মতে হালাল হবে? পারিবারিকভাবে বিয়ে এখন কোনোভাবেই সম্ভব না, যদি না আল্লাহ কোনো ব্যবস্থা করেন।–Salma

জবাব: প্রিয় বোন! আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। জানার জন্য  পড়ুন জিজ্ঞাসা নং–৫৫৫, জিজ্ঞাসা নং–৫৬৬, জিজ্ঞাসা নং–২১৬, জিজ্ঞাসা নং–৫১৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =