জিজ্ঞাসা–১৫৪০: আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, ঘটকের মাধ্যমে বিয়ে জায়েজ কিনা? ঘটককে ছবি দেয়া হলে পর্দার খেলাফ হবে কিনা?–Jubaida
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
ঘটকের মাধ্যমে বিয়ে জায়েজ। তবে ঘটককে মেয়ের ছবি দেয়া যাবে না। এমনকি মেয়েকে সরাসরি দেখার সময়ও শুধুমাত্র পাত্র ব্যতীত অন্য কোনো নন-মাহরাম (ছেলের বাবা, ভাই, দুলাভাই, বন্ধু প্রমুখ) মেয়েকে দেখতে পারবে না, এটা হারাম।
ঘটক মেয়ের পুরো বায়োডাটা নিবে, যেখানে মেয়ের দৈহিক বর্ণনাও থাকবে (উচ্চতা, ওজন, গায়ের রং ইত্যাদি)। শুধুমাত্র দেখে পছন্দ হলেই বিয়ে হবে- এমন পর্যায় পর্যন্ত উভয়পক্ষ সম্মত হলে তখনই সরাসরি মেয়ে দেখার প্রসঙ্গ আসবে।
মেয়ে দেখার আগেই উভয় পক্ষ একে অপর পক্ষের যথাযথভাবে খোঁজ খবর নিবে। আগে মেয়ে দেখা পরে খোঁজ-খবর, এরকম না।
আর পাত্র যখন পাত্রীকে দেখবে তখন এক্ষেত্রে শুধু পাত্রীর চেহারা, হাতের কব্জি ও পায়ের পাতা দেখা যাবে। এছাড়া অন্যকোন অঙ্গ দেখতে পারবে। এমনকি মাথার চুলও দেখা যাবে না।
ইবন আবেদীন রহ. বলেন,
يباح النظر إلى الوجه والكفين والقدمين لا يتجاوز ذلك
পাত্রীর চেহারা, দুই হাতের কব্জি ও দুই পা (পাতা) দেখা জায়েয। এর বেশি দেখা যাবে না। (হাশিয়া ইবন আবেদীন ৫/৩২৫)
শায়েখ উমায়ের কোব্বাদী