জিজ্ঞাসা–৬৪২: বীর্যপাতে কাপড় নষ্ট না হলে ওযু থাকবে কি?–রায়হান।
জবাব: বীর্যপাত মানে সুখানুভূতির সাথে বের হওয়া এবং বের হওয়ার পর যৌন নিস্তেজতা চলে আসা। বীর্য অপবিত্র। বীর্য কাপড়ে লাগলে সে কাপড় ধোয়া আবশ্যক। আর বীর্যপাত হলে গোসল ফরয হয়; সেটা ঘুমের মধ্যে বের হোক কিংবা জাগ্রত অবস্থায়; সহবাসের কারণে বের হোক কিংবা স্বপ্নদোষের কারণে কিংবা অন্য যে কোন কারণে। কেননা রাসূলুল্লাহ ﷺ বলেছেন, إِنَّمَا الْمَاءُ مِنَ الْمَاءِ তথা পানি (বীর্যপাত দ্বারা) পানি (গোসল) আবশ্যক হয়। (মুসলিম ৩৪৩)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী