জিজ্ঞাসা–১৪৪৪: ফেসবুকে একটা মেয়ে খুব সুন্দর ইসলামিক পোস্ট দেয়, যার জন্যে সে অনেক পরিচিত, মেয়েটি পর্দা করে কিন্তু প্রায়শই সে নিত্যনতুন বাহারি বোরকায় ও হিজাবে (মুখ ঢাকা) ফেসবুকে নিজেকে উপস্থাপন করে বা ছবি আপলোড দেয়, পর্দা করাই যদি তার নিয়ত হয় তাহলে তার এই কাজ কতটা মানানসই , তার জন্য কি সে গুনাহগার হবে না?–জান্নাতুল ফেরদৌস।
জবাব: প্রিয় দীনী বোন, বোরকা তো নারীর সৌন্দর্য প্রকাশের জন্য নয়; বরং সৌন্দর্য আবৃত রাখার জন্য। কেননা, আল্লাহ্ তাআলা বলেছেন,
وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ
তারা যেন তাদের সজ্জা প্রকাশ না করে। (সূরা আন-নূর ৩১)
অন্যত্র তিনি বলেন,
وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
আর মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। (সূরা আহযাব ৩৩)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إِنَّ اللهَ سُبْحَانَهُ وَتَعَالٰى لَمَّا خَلَقَ الْجَنَّةَ قَالَ : وَعِزَّتِيْ وَجَلاَلِيْ لَا يَدْخُلُكِ بَخِيْلٌ وَلَا كَذَّابٌ وَلَا دَيُّوْثٌ
নিশ্চয়ই সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু তাআ’লা যখন জান্নাত সৃষ্টি করেছেন তখন জান্নাতকে বলেছেন, আমার সম্মান-গৌরব ও পরাক্রমশালীর শপথ, কৃপণ (সম্পদে আল্লাহ তা‘আলার অধিকার বিনষ্টকারী), মিথ্যাবাদী (কোরআন-সুন্নাহকে মিথ্যাপ্রতিপন্নকারী) এবং দাইয়ুস তোমার মধ্যে প্রবেশ করবে না। (নাসাঈ, যাকাত অনুচ্ছেদ ২৫৬২ মুসনাদে আহমাদ ২/১৩৪)
ইবনু হাজার হাইথামি রহ. বলেন,
قال العلماء : الديوث الذي لا غيرة له على أهل بيته
আলেমগণ বলেছেন, দাইয়ুস বলা হয়, যে নিজের পরিবারের অশ্লীলতার ব্যাপারে দায়িত্ববোধহীন বা আত্মমর্যাদাহীন। (আযযাওয়াজির ২/৩৪৭)
প্রিয় বোন, সুতরাং উক্ত নারীর এহেন কর্মকাণ্ড কেবল গুনাহই নয়; বরং নৈতিকতার বিচারেও আশালীন ও উৎকটভাবে নিজেকে প্রদর্শন, যার উদ্দেশ্য হল, অপরকে শারীরিক বা যৌন আকর্ষণে উৎসাহিত করা। আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। আমীন।
والله اعلم بالصواب
শায়েখ উমায়ের কোব্বাদী