জিজ্ঞাসা–১৬৪৫: মদ পান করলে কি চল্লিশ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়?–আসলামুল হক।
জবাব: নিঃসন্দেহে মদ পান করা কবিরা গুনাহ। আর হাদিসে প্রশ্নোক্ত বক্তব্যের অনুরূপ কথা বর্ণিত হয়েছে। যেমন, ইবনু আব্বাস রাযি. হতে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ ﷺ হতে বর্ণনা করেছেন,
كلُّ مُخمَّرٍ خمرٌ ، وكل مُسكِرٍ حرامٌ ، ومن شرب مسكرًا بخِستْ صلاتُه أربعين صباحًا ، فإن تاب تاب اللهُ عليه ، فإن عاد الرابعةَ كان حقًّا على اللهِ أن يَسقِيَه من طينةِ الخَبالِ ؛ صديدِ أهلِ النَّارِ ، ومن سقاه صغيرًا لا يعرف حلالَه من حرامِه ، كان حقًّا على اللهِ أن يَسقِيَه من طينةِ الخبالِ
নেশা উদ্রেককারী প্রতিটি বস্তু মদের অন্তর্ভুক্ত। আর নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তু হারাম। যে ব্যক্তি একবার নেশা উদ্রেককারী জিনিস পান করলো সে তার চল্লিশ দিনের নামাজের কল্যাণ হতে বঞ্চিত হলো। সে যদি তাওবা করে আল্লাহ তার তাওবা কবুল করতে পারেন। সে যদি চতুর্থবার তা পান করে তবে আল্লাহ তাকে জাহান্নামীদের ঘা হতে নির্গত পুঁজ খাওয়াবেন। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল! ‘তীনাতুল খাবাল’ কি? তিনি বললেন, জাহান্নামীদের পুঁজ। যে ব্যক্তি কোন বালককে যার হালাল-হারাম সম্পর্কিত জ্ঞান হয় নি, এটা পান করাবে আল্লাহ তাকে অবশ্যই জাহান্নামীদের পুঁজ-রক্ত পান করাবেন। (আবু দাউদ ৩৬৮০ বাইহাকী ১৭৮০৭)