জিজ্ঞাসা–১৩৫০: মসজিদে তাবলিগরত অবস্থায় স্বপদোষ হলে কি গুনাহ হবে?–feroz mahmud
জবাব: স্বপ্নদোষ কোনো গুনাহ নয় যে, গুনাহ হবে। তবে মসজিদে যেন কোনো নাপাকী না লাগে সেদিকে পরিপূর্ণ খেয়াল রাখতে হবে এবং জাগ্রত হওয়ার পর মসজিদে অপেক্ষা করবে না; বরং দ্রুত মসজিদ থেকে বের হয়ে পবিত্র হবে। ইবনে আবি নাজীহ রহ. বলেন,
نِمْتُ فِي الْمَسْجِدِ الْحَرَامِ فَاحْتَلَمْتُ فِيهِ فَسَأَلْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ فَقَالَ اذْهَبْ وَاغْتَسِلْ.
আমি মসজিদে হারামে ঘুমালাম। আমার স্বপ্নদোষ হল। তখন আমি সাঈদ ইবনে জুবায়ের রহ.-কে জানালে তিনি বললেন–
اذْهَبْ وَاغْتَسِلْ.
যাও, গোসল করে নাও। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ৪৯২৩)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী