জিজ্ঞাসা-৪৩: মাদা বকরি দিয়ে কি আকীকা সহীহ হয় না?
জবাব: কিছু কিছু মানুষ মনে করেন, আকীকা সহীহ হওয়ার জন্য নর ছাগল হওয়া শর্ত, মাদা বকরি দ্বারা আকীকা সহীহ হয় না। তাদের এ ধারণা ঠিক নয়। নর হোক মাদা হোক যে কোনোটি দ্বারাই আকীকা করা যায়।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন স্থানে আকীকা করা
- আকীকা ও কুরবানী প্রসঙ্গে
- আকীকা আদায়ের নিয়ম কী?
- আকিকা দিতে না পারলে নবজাতকের উপর কোনো প্রভাব পড়ে কি?
- কুরবানির দিন আকিকার পশু জবাই করা যাবে কি?
- আকিকার ছাগলের বয়স কত হতে হবে?
- সপ্তম দিনের আগে আকিকা করা
- কুরবানির গরুতে আকিকা ছেলের জন্য কত অংশ দিতে হয়?
- অমুসলিম কাউকে কি কুরবানি বা আকিকার গোশত থেকে খাওয়ানো যাবে?