মুক্তাদির ভুলের কারণে সাহু সিজদা ওয়াজিব হয় কি?

জিজ্ঞাসা-৬৩: চার রাকাত নামাযের ক্ষেত্র প্রথম বৈঠকে আত্তাহিয়াতু এবং দরুদের কিছু অংশ পড়া হয় এবং সেটা যদি জামায়াতের সাথে হয় তাহলে কি করতে হবে?

উত্তর: এই ভুলটির কারণে সাহু সিজদা ওয়াজিব হয়।(ফাতহুলকাদীর ১/৫২৩) কিন্তু ভুলটি যদি ইমামের সঙ্গে নামায আদায়রত অবস্থায় কোনো মুক্তাদির হয় তাহলে সাহু সিজদা ওয়াজিব হয়না। বরং নামায হয়ে যায়। কেননা মুক্তাদির ভুলের কারণে সাহু সিজদা ওয়াজিব হয় না। উল্লেখ্য, খুশুখুযু ও একাগ্রতার সাথে নামায আদায়ের ব্যাপারে যত্নবান হওয়া উচিত। (মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস ৪৫৬০; কিতাবুল আসল ১/১৯৭; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৩; বাদায়েউস সানায়ে ১/৪২০; শরহুল মুনইয়াহ ৪৬৪)

নামাজে মনোযোগ ধরে রাখার উপায় জানতে হলে পড়ুন-

নামাজে মনোযোগ ধরে রাখার উপায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =