মেয়েরা নখে কলপ বা পলিশ দিতে পারবে কি?

জিজ্ঞাসা–১৭৪৪: মেয়েরা কি কলব পায়ের নখ এ দিতে পারবে? মেহেদীর মত।– Jannatul Mawa

জবাব: উক্ত কলপ যদি পবিত্র বস্তু দ্বারা প্রস্তুত হয়, তাহলে ব্যবহার করা জায়েয। তবে সাধারণত এজাতীয় কলপ বা পলিশ যেহেতু পানি প্রবেশের প্রতিবন্ধক, তাই তা নখে থাকাবস্থায় অজু ও ফরজ গোসল হবে না। নখ থেকে তুলে অজু ও ফরজ গোসল করতে হবে। তবে পিরিয়ড অবস্থায় ব্যবহার করলে করতে পারেন। বারংবার অজুর সুবিধার্থে পিরিয়ডমুক্ত পবিত্রাবস্থায় এটা ব্যবহার না করাই অধিকতর নিরাপদ।

যেমন, ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা (আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটির ফতওয়াসমগ্র)-তে এসেছে,

إذا كان للطلاء جرم على سطح الأظافر ، فلا يجزئها الوضوء دون إزالته قبل الوضوء ، وإذا لم يكن له جرم أجزأها الوضوء كالحناء

যদি পলিশ নখের ওপর প্রলেপ তৈরী করে তাহলে ওজুর আগে এই প্রলেপ তুলে ফেলা ছাড়া ওজু শুদ্ধ হবে না। আর যদি মেহেদির মত পলিশের কোন প্রলেপ না থাকে তাহলে অজু শুদ্ধ হবে। (ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা ৫/২১৮)

والله اعلم بالصواب