মেয়েরা ঠোটের উপরের লোম পরিষ্কার করতে পারবে কি?

জিজ্ঞাসা–১৫৪১: মহিলারা কি তাদের ঠোটের উপরের লোম পরিষ্কার করতে পারবে কি? এটা কি ইসলাম সমর্থন করে?–রিহা।

জবাব: এ বিষয়ে আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটির ফতওয়া সংকলন ফাতাওয়াতুল লাজনাতিতদ্দায়িমা (৫/১৯৪, ১৯৫)-তে এসেছে,

لا حرج على المرأة في إزالة شعر الشارب والفخذين والساقين والذراعين وليس هذا من التنمص المنهي عنه

অর্থাৎ, অসুবিধা নেই, নারী তার ঠোঁটের উপরের, উরুর, পায়ের নলার এবং বাহুর লোম ফেলে দিতে পারবে। এগুলো নিষিদ্ধ তানাম্মুস (প্লাকিং) এর মধ্যে পড়ে না।

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 6 =