যাকাতের টাকা ভেঙ্গে ভেঙ্গে দেওয়া যাবে কি?

জিজ্ঞাসা–১৮১৫: আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন ছিল। যাকাতের টাকা ভেঙ্গে ভেঙ্গে দেওয়া যাবে কি? লোক সংখ্যা অনেক বেশি তাই।–Afuazan

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

যাকাতের টাকা ভেঙ্গে ভঙ্গে দেওয়া নিষেধ নয়। তবে যাকাত যেহেতু অন্যের হক তাই হিসাব করার পর যত দ্রুত সম্ভব দিয়ে দেয়া ভালো।

আল্লাহ তাআলা বলেন,

وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ

এবং তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক। (সূরা যারিয়াত ১৯)

والله أعلم بالصواب