যাকাতের টাকা মসজিদ মাদরাসার নির্মাণ কাজে ব্যয় করা যাবে কি?

জিজ্ঞাসা–৯৩২: আমি জানতে চাই যে, যাকাতের টাকা মসজিদ মাদরাসার নির্মাণ কাজে ব্যয় করা যাবে কি?–রমজান আলী।

জবাব: মসজিদ মাদরাসার নির্মাণ কাজে যাকাতের টাকা ব্যয় করা যাবে না। কেননা, যাকাতের টাকা ব্যয় করার সুনির্দিষ্ট খাত রয়েছে। আর ওই খাতগুলোর বাইরে যাকাতের টাকা ব্যয় করা যায় না। 

ফাতাওয়া হিন্দিয়াতে এসেছে,

ولا يجوز أن يبنى بالزكاة المسجد

যাকাতের সম্পদ দ্বারা মসজিদ নির্মাণ করা জায়েয হবে না। (ফাতাওয়া হিন্দিয়া ১/২০৭)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − three =