যে ছেলে আমার মায়ের দুধ পান করেছে তার বোন আমার দুধ বোন হবে কি?

qurqnerjyoti

জিজ্ঞাসা–১২২১: আসসালামু আলাইকুম। হুজুর, এক মহিলার ১ ছেলে ১ মেয়ে। তার ছেলে আমার মায়ের দুধ পান করেছে। তাহলে সে আমার দুধ ভাই। কিন্তু ঐ মহিলার মেয়ে কি আমার দুধ বোন হবে? উত্তরটা জানা খুব দরকার।–নাম প্রকাশে অনিচ্ছুক।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

উক্ত মহিলার ছেলে আপনার মায়ের দুধ পান করার কারণে আপনার মায়ের সন্তানেরা তার দুধ ভাই-বোন এবং সে আপনাদের দুধ ভাই। কিন্তু উক্ত ছেলে আপনার দুধ ভাই হওয়ার কারণে তার বোন আপনার দুধ বোন হয়ে যায় নি। (বাদায়েউস সানায়ে ৩/৩৯৬, ৩/৪০০; মাবসূত, সারাখসী ৫/১৩৭)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =