যে নারীর অতিরিক্ত সাদা স্রাব হয় তার বিধান

জিজ্ঞাসা–৯৭৬: আমার খুব সাদা স্রাব যায়। এইজন্য আমি প্রত্যেক বার পায়জামা পরিবর্তন করে অযু করে নামাজ পড়ি। কিন্তু নামাজের মধ্যেও সাদা স্রাব যেতেই থাকে। কোরআন পড়তে ভয় হয় যদি অযু না হয়ে থাকে। এমন ক্ষেত্রে আমি কী করব? –Faria

জবাব: সাদা স্রাব নাপাক। এটি অজু ভঙ্গকারী। যদি কারো ক্ষেত্রে এটি লাগাতরভাবে বের হতে থাকে; এতটুকু সময় পাওয়া যায় না যে, যার মাঝে ফরজ নামাযটুকু আদায় করা যায়, তাহলে শরয়ী পরিভাষায় তাকে মুস্তাহাযা মহিলার হুকুমে ধরা হবে। অর্থাৎ তাকে মা’যূর বা অক্ষম বলে গণ্য করা হবে। মুস্তাহাযা বা মা’যূর ব্যাক্তির ন্যায় প্রতি ওয়াক্তে সে অজু করবে এবং অজুর পূর্বে স্রাব ধুয়ে নিবে। এ অজু দিয়ে ফরজ বা নফল যত রাকাত নামায পড়তে চায় পড়ে নিবে, কুরআন শরিফ স্পর্শ করতে পারবে। এ সময় স্রাব নির্গত হতে থাকলেও কোন অসুবিধা নেই। কিন্তু পরের নামাযের সময় হয়ে গেলেই অজুটি ভেঙ্গে যাবে। আবার নতুন করে অজু করে নামায পড়তে হবে। (www.banuri.edu.pk ফতওয়া নং 144003200404)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eleven =