রোজা অবস্থায় চোখে ওষুধ দিলে কি রোজা ভেঙ্গে যাবে?

জিজ্ঞাসা–৩৬১: রোজা অবস্থায় চোখে ওষুধ দিলে কি রোজা ভেঙ্গে যাবে?– Intaj Ali

জবাব: না, চোখে ওষুধ দিলে রোযার ক্ষতি হয় না। এক্ষেত্রে ওষুধের স্বাদ গলায় অনুভূত হলেও রোযা নষ্ট হবে না। (আলমুহীতুল বুরহানী ৩/৩৪৮)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

আরো পড়ুন–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 19 =