লটারির টিকিট বিক্রি করা কি জায়েয?

জিজ্ঞাসা–১৭৭৮: লটারির টিকিট বিক্রি করা কি শরীয়তসম্মত?–সাহাব খান।

জবাব: বর্তমানে প্রচলিত যে সকল লটারির টিকেট বাজারে পাওয়া যায় তা জুয়ার পর্যায়ভুক্ত। আর নিঃসন্দেহে জুয়া হারাম। কেননা, আল্লাহ তাআলা বলেন,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

হে বিশ্বাসীগণ! মদ, জুয়া, মূর্তিপূজার বেদি ও ভাগ্য নির্ণয়ক শর ঘৃন্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন কর। এতে তোমরা সফলকাম হতে পারবে। (সূরা মায়িদাহ ৯০)

সুতরাং এ জাতীয় লটারির টিকেট বিক্রি করা বৈধ হবে না। কারণ, এতে হারাম কাজে সহযোগিতা করা হয়। আর হারাম কাজে সহযোগিতা করা শরিয়তের দৃষ্টিতে হারাম। আল্লাহ তাআলা বলেন,

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ

তোমরা সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সহযোগিতা করো, গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহায়তা করো না। (সূরা মায়িদাহ ০২)

প্রকাশ থাকে যে, অনেকে মনে করে, লটারি খেলার টাকা দিয়ে মানুষের উপকার করা হয়, তবুও জানতে হবে যে তাতে পাপ আছে। আর যাতে পুন্য ও পাপ দুটোই একই সাথে আছে তা বর্জন করাই জ্ঞানীর কাজ। কেননা, আল্লাহ তাআলা বলেন,

يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا

লোকেরা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন, উভয়ের মধ্যেই মহাপাপ ও মানুষের জন্য (যৎকিঞ্চিৎ) উপকারও আছে, কিন্তু ওদের পাপ উপকার অপেক্ষা অধিক। (সূরা বাকারা ২১৯)

والله أعلم بالصواب