জিজ্ঞাসা–৯০০: আসসালামু আলাইকুম। সন্তান কখন হবে এটা কি আল্লাহ নির্ধারন করে দেন? এখানে আমাদের কি হাত নেই? আমরা সাধারণত নির্দিষ্ট একটা সময়ে সন্তান লাভের চেস্টা করি কিন্তু অসাবধতাবশত সন্তান চলে আসলে ওটা কি তাহলে আল্লাহর ফাইসালা? যাজাকাল্লাহ খায়রান–nafiza
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
সন্তান কখন হবে- এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এই ফয়সালা কোনো মাখলুকের হাতে নেই। হাদিস শরিফে এসেছে, আব্দুল্লাহ ইবন উমর রাযি. বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
مَفَاتِيحُ الْغَيْبِ خَمْسٌ لاَ يَعْلَمُهَا إِلاَّ اللَّهُ، لاَ يَعْلَمُ مَا تَغِيضُ الأَرْحَامُ إِلاَّ اللَّهُ، وَلاَ يَعْلَمُ مَا فِي غَدٍ إِلاَّ اللَّهُ، وَلاَ يَعْلَمُ مَتَى يَأْتِي الْمَطَرُ أَحَدٌ إِلاَّ اللَّهُ، وَلاَ تَدْرِي نَفْسٌ بِأَىِّ أَرْضٍ تَمُوتُ إِلاَّ اللَّهُ، وَلاَ يَعْلَمُ مَتَى تَقُومُ السَّاعَةُ إِلاَّ اللَّهُ
ইলমে গায়েবের চাবিকাঠি পাঁচটি, যা আল্লাহ ভিন্ন আর কেউ জানেনা। তা হল, আগামী দিন কি হবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানেনা। মাতৃগর্ভে কী আছে তা আল্লাহ ভিন্ন আর কেউ জানেনা। বৃষ্টি কখন আসবে তা আল্লাহ ব্যতিত আর কেউ জানেনা। কোন ব্যাক্তি জানেনা তার মৃত্যু কোথায় হবে এবং কিয়ামত কবে সংঘটিত হবে তা আল্লাহ ভিন্ন আর কেউ জানেনা। (বুখারী ৪৪৩৬)
বিস্তারিত জানার জন্য পড়ুন জিজ্ঞাসা নং–৮৭২।