সফরে সুন্নাত নামাজ পড়তে হয় কি?

জিজ্ঞাসা–১৫৯১: কসর নামাজের আওতাধীন অবস্থানকালীন সুন্নত নামাজ পড়ার প্রয়োজন আছে কিনা?–নুরুজ্জামান।

জবাব: প্রিয় প্রশ্নকারী দীনি ভাই, যেহেতু সফর অবস্থায় সুন্নতে মুআক্কাদা নামাযগুলো মুকীম অবস্থার ন্যায় আবশ্যক থাকে না; বরং সাধারণ সুন্নতের হুকুমে হয়ে যায়, তাই সফর অবস্থায় পথিমধ্যে তাড়াহুড়া ও ব্যস্ততার সময় সুন্নত ছেড়ে দিলে অসুবিধা নেই। তবে গন্তব্যে পৌঁছার পর সুযোগ থাকলে সুন্নত নামায পড়াই উত্তম। বিশেষ করে ফজরের সুন্নত। (শরহু মুখতাসারিত তহাবী ২/৯১)

আবু কাতাদাহ রাযি. বর্ণিত এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ ﷺ সফর অবস্থায়ও ফজরের সুন্নাত পড়েছেন। (মুসলিম ৬৮০)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =