সূর্যোদয়ের কয়েক মিনিট আগে ঘুম থেকে উঠলে ফজর নামাজ পড়ার পদ্ধতি

জিজ্ঞাসা–১৫৪২: আসসালামু আলাইকুম। যদি কোনদিন বিশেষ কারণে আমি এমন সময়ে ঘুম থেকে উঠলাম যখন সূর্যোদয়ের আর মাত্র ৪/৫ মিনিট আছে, তখন আমি কি শুধু ফজরের ফরজ আগে পড়ব? কারণ তা না হলে আমি যদি সুন্নাত পড়তে যাই তাহলে ফরজ পরার আগেই সূর্য উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। এমতাবস্থায় আমার কী করণীয়?–বশীর আহমেদ।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

সূর্যোদয়ের কয়েক মিনিট আগে ঘুম থেকে ওঠার পর যদি আপনার কাছে মনে হয় যে, আপনি সংক্ষেপে ফজরের সুন্নাত ও ফরজ উভয়টাই সূর্যোদয়ের আগেই আদায় করতে পারবেন তাহলে সুন্নাত ও ফরজ উভয়টাই আদায় করবেন। আর যদি মনে হয় সুন্নাত পড়তে গেলে ইতিমধ্যে সূর্য ওঠে যাবে তাহলে সে ক্ষেত্রে শুধু ফরজ পড়ে নিবেন এবং সুন্নাত সূর্যোদয়ের ১৫-২০ মিনিট পর আদায় করবেন। ফরজ আদায়ের পর সূর্যোদয়ের পূর্বে সুন্নাত আদায় করবেন না। কেননা, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

مَنْ لمْ يُصَلِّ ركعتَي الفجْرِ ، فلْيُصلِّها بعدَ ما تَطلُعُ الشمْسُ

যে ব্যক্তি ফজরের দুই রাকাআত সুন্নাত (ফরজের পূর্বে) আদায় করতে পারে নি সে সূর্য উঠার পর তা আদায় করবে। (তিরমিযী ৪২৩)

আর কখনো যদি ঘটনাক্রমে সুন্নত পড়ার পর দেখেন যে, সূর্য উঠার প্রায় নিকটবর্তী, তাহলে তখন আর ফরজ পড়বেন না। কেননা সূর্য উঠার সময়ে ফজরের নামাজ পড়লে সেই নামাজ হয় না। (সহীহ মুসলিম ১৩৭৩)

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − four =