জিজ্ঞাসা–১৩৩৯: সেহরির পর কি কোনো নিয়ত করা লাগবে আরবিতে?–তাসকিন।
জবাব: আমলের জন্য নিয়ত করা শর্ত। নিয়ত হলো, অন্তর দিয়ে কোনো কাজের সংকল্প করা। সুতরাং রোজার ক্ষেত্রে নিয়ত হল, এরূপ সংকল্প করা যে, আমি রোজা রাখছি। এতটুকুই যথেষ্ট। মুখে উচ্চারণ করা এবং আরবিতে নিয়ত করা জরুরি নয়।
অনেকে বলেন, সমাজে যে আরবি নিয়ত প্রচলিত আছে তা বলতে হয়, নইলে কমপক্ষে মুখে এতটুকু বলতে হয় যে, আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করছি। মূলত এমন ধারণা সঠিক নয়। কারণ রোজার জন্য মৌখিক নিয়ত জরুরি নয়; বরং অন্তরে রোজার সংকল্প করাই যথেষ্ট। এমনকি রোজার উদ্দেশ্যে সাহরি খেলেই রোজার নিয়ত হয়ে যায়।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী