স্ত্রীর সাথে কথা বলতে গিয়ে মযী বের হলে রোজার হুকুম কী?

জিজ্ঞাসা–১৪১৪: রোজা অবস্থায় স্ত্রীর সাথে ফোনে কথা বলতে গিয়ে যদি পুরুষের লিঙ্গ দিয়ে মজি বের হয় তাহলে তার রোজার মাসালা কি হবে?–মো: মনিরুজ্জামান। 

জবাব: প্রশ্নোক্ত কারণে রোজা ভাঙ্গবে না। কেননা, মযী বের হওয়া রোজা ভঙ্গের কারণ নয়। হাদিসে এসেছে, আয়েশা রাযি. বলেন,

ﻛَﺎﻥَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﷺ ﻳُﻘَﺒِّﻞُ ﻭَﻳُﺒَﺎﺷِﺮُ ﻭَﻫُﻮَ ﺻَﺎﺋِﻢٌ ﻭَﻟﻜِﻦْ ﻛَﺎﻥَ ﺃَﻣْﻠَﻜَﻜُﻢْ ﻟِﺈِﺭْﺑِﻪِ

রাসূলুল্লাহ ﷺ রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন, স্ত্রীর সাথে মুবাশারা (আলিঙ্গন) করতেন। এবং তিনি ছিলেন তাঁর যৌনাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে সবচেয়ে সক্ষম ব্যক্তি। (বুখারী-১৯২৭)

তবে রোজা অবস্থায় যৌন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, এমন যাবতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। কেননা, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন,

فإنَّه لي، وَأَنَا أَجْزِي به، يَدَعُ شَهْوَتَهُ وَطَعَامَهُ مِن أَجْلِي
যেহেতু রোজা আমার জন্য এবং আমিই তার প্রতিদান দিব। রোজা পালনকারী আমারই কারণে নিজের কামাচার এবং পানাহার পরিত্যাগ করে। (মুসলিম ১১৫১)
والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =