স্ত্রীর হাতে সংসারের খরচের সব টাকা তুলে দেয়া যাবে কি?

জিজ্ঞাসা–৪৪২: আমি একটি চাকুরী করি। যা বেতন পাই তা দিয়ে কোনমতে সংসার চলে। আমার বিবাহিত জীবনের প্রথম ৫ বছর সংসার খরচ আমিই চালাতাম। এতে প্রতি মাসে আমার টাকা কম পড়ত। আমার স্ত্রীর সাংসারিক বুদ্ধি ভাল। তাই, আমি এর পর থেকে বেতনের টাকা সম্পূর্ণ তার হাতে সঁপে দিলাম এবং নিশ্চিন্ত হয়ে গেলাম। স্ত্রীর হাতে সব টাকা দিয়ে দেয়ায় শরীআতের দৃষ্টিতে কোন সমস্যা আছে কি?–Mohammad Ismail Khan

জবাব: সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আপনাকে এমন একজন জীবনসঙ্গী দান করেছেন, যার কাজের প্রতি আপনার বিশ্বাস ও আস্থা আছে। আমরা দোয়া করি, জীবনের বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে তিনি আপনার সাথে আস্থাশীল ও সত্যবাদী থাকবেন। আল্লাহ তাকে তাওফিক দিন। আমীন।

প্রিয় প্রশ্নকারী ভাই, স্ত্রীর হাতে সংসারের খরচের সব টাকা দিয়ে দেয়া শরীআতের দৃষ্টিতে নিষেধ নয়। তবে স্ত্রীর খেয়াল রাখতে হবে, এটা তার কাছে স্বামীর আমানত। এই আমানতের যেন খেয়ানত না হয়। রাসূলুল্লাহ বলেন,
والمرأة راعية فى بيت زوجها ومسؤولة عن رعيتها
‘স্ত্রী স্বীয় স্বামীর ঘরের জিম্মাদার। এ জিম্মাদারির ব্যাপারে তাকে জবাবদেহিতার সম্মুখীন করা হবে।’(বুখারী ২৫৪৬)
والله اعلم بالصواب
আরো পড়ুন–
স্ত্রীর ঋতুকালীন স্বামী কোনো উপায়ে চাহিদা পূরণ করতে পারবে কি?
রুমে কেবল স্বামী স্ত্রী থাকলে বস্ত্রহীন হয়ে কি ঘুমানো যায়?
স্বামীও স্রী কি একসাথে জামাতে সালাত অাদায় করতে পারেন?
‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’ কথাটা সত্য কিনা
বৌয়ের দুধ স্বামীর মুখে দিতে পারবে কি?
মহিলাদের চুলের বিভিন্ন কাটিং এর বিধান
জন্মনিয়ন্ত্রণের বৈধ পদ্ধতি আছে কি?
গর্ভবতী মায়ের আমল ও দোয়া
মোহর: স্ত্রী মাফ করে দিলে মাফ হয় কিনা?
ঘুমের ঘোরে স্ত্রীকে ‘তুই তালাক’ বললে তালাক হয় কিনা?
গর্ভবতী-মায়ের নামাজ এবং কিছু পরামর্শ
বাবা-মায়ের কথায় স্ত্রীকে তালাক দেয়া যাবে কিনা?
হায়েয অবস্থায় স্ত্রী সহবাস করলে কী করণীয়?রোজা রেখে স্ত্রীকে ধরে বা জড়িয়ে শোয়া যাবে?
স্ত্রীকে বোন,স্বামীকে ভাই বলে সম্বোধন করা যাবে কি?
মোহরের ক্ষেত্রে উত্তম পন্থা
মযী বা কামরস লেগে যাওয়ার সন্দেহ হলে কী করণীয়?
ফরজ গোসলের নিয়ম
চেহারা অসুন্দর আলেম-পাত্রের প্রস্তাব প্রত্যাখ্যান করলে গুনাহ হবে কি?
গর্ভধারণের কারণে প্রাণনাশের আশঙ্কা থাকলে বাচ্চাদানি কেটে ফেলা যাবে কি?
পরপুরুষের সাথে কথা বলা যাবে কি?
স্বামী-স্ত্রী কে কোন পাশে ঘুমাবে?

��ন্তব্য

    • ভ্রূ প্লাক করা হারাম। হাদিস শরিফে এসেছে,

      قَالَ عَبْدُ اللَّهِ: لَعَنَ اللَّهُ الوَاشِمَاتِ وَالمُسْتَوْشِمَاتِ، وَالمُتَنَمِّصَاتِ، وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ تَعَالَى

      আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তা‘আলা অভিশম্পাত করেছেন সেসব নারীদের উপর যারা দেহাঙ্গে উল্কি উৎকীর্ণ করে এবং যারা করায়, তেমনি যারা ভ্রু চেঁছে সরু (প্লাক) করে, যারা সৌন্দর্য মানসে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, যারা মহান আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। (বুখারী ৪৮৮৬, ৪৮৮৭, ৫৯৩১, ৫৯৪৩, ৫৯৪৮)

      আর রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

      فَإِنْ أُمِرَ بِمَعْصِيَةٍ، فَلَا سَمْعَ وَلَا طَاعَةَ

      অসৎকাজে আনুগত্য নয় ; আনুগত্য কেবলমাত্র সৎকাজের ক্ষেত্রেই হতে হবে। (বুখারী ৭১৪৫ মুসলিম ১৮৪০)

      সুতরাং স্বামী চাইলেও ভ্রূ প্লাক করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 4 =