স্বপ্নের মধ্যে যৌন মিলন করলে কোনো গুনাহ হয় কি?

জিজ্ঞাসা–১১৯৯: আসসালামুআলাইকুম..! ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে যৌন মিলন করলে কোনো গুনাহ্ হয় কি ? একটু বুঝিয়ে বলবেন।– MD: Titas ali

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

যেমনিভাবে মানুষ স্বপ্নের মধ্যে কোনো নেক আমল করলে তার সাওয়াব পায় না, তেমনিভাবে মানুষ ঘুমে যা দেখে তার ব্যাপারে সে দোষী নয় এবং এর জন্য তার গুনাহ হয় না। হাদিস শরিফে এসেছে, আয়েশা রাযি. বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

قَالَ رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ عَنْ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ وَعَنْ الصَّغِيرِ حَتَّى يَكْبَرَ وَعَنْ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ أَوْ يُفِيقَ قَالَ أَبُو بَكْرٍ فِي حَدِيثِهِ وَعَنْ الْمُبْتَلَى حَتَّى يَبْرَأَ

তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে রাখা হয়েছে- ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়, নাবালেগ যতক্ষণ না সে বালেগ হয় এবং পাগল যতক্ষণ না সে জ্ঞান ফিরে পায় বা সুস্থ হয়। অধস্তন রাবী আবূ বাকর রহ.-এর বর্ণনায় আছে, বেহুঁশ ব্যক্তি যতক্ষণ না সে হুঁশ ফিরে পায়। (ইবন মাজাহ ২০৪১)

তবে অনেক সময় মানুষ জাগ্রত অবস্থায় যা কল্পনা করে তা স্বপ্ন দেখে। আবার অনেক সময় শয়তান মানুষকে নির্দিষ্ট কোনো গুনাহর প্রতি আকৃষ্ট করার জন্য স্বপ্নের মাধ্যমে কুমন্ত্রণা দেয়। যদি ব্যাপারটা এমনই হয় তাহলে ওই ব্যক্তিকে তাওবা করতে হবে। গোপন গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হবে।

উল্লেখ্য, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলা এজাতীয় স্বপ্ন থেকে বান্দাকে হেফাজত করেন।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 15 =